কুয়াশার চাদরে মোড়ানো শীতের সকাল। কুয়াশা দূরে ঠেলে পূর্বাকাশে মিষ্টি করে হেসে ওঠে সোনালি সূর্য। সেই হাসির উষ্ণতায় সবুজ পাতার আড়াল সরিয়ে সূর্যমুখী ফুলেরাও হেসে ওঠে। সতেজ দীপ্ত হাসিতে বিলিয়ে দেয় অপার মুগ্ধতা। শীতের হিমেল হাওয়ার পরশে আনন্দে হেলেদুলে প্রকৃতিপ্রেমী দর্শনার্থীদের চারপাশের প্রাকৃতিক